বাচ্চাদের বদনজর ও যাদু থেকে রুকইয়াহ:
কার্টেসি: রুকইয়াহ সাপোর্ট বিডি
বাচ্চাদের নজর লাগা, আচরণগত পরিবর্তন, বা অজানা সমস্যা দেখা দিলে দুশ্চিন্তার কিছু নেই। ইসলাম সম্মত রুকইয়াহ দ্বারা ইনশাআল্লাহ দ্রুত ফল পাওয়া সম্ভব। এই পোস্টে জানুন কীভাবে বাচ্চাদের জন্য রুকইয়াহ করবেন।
✅ রুকইয়াহ করার নিয়ম (Step-by-Step)
১. বাচ্চাকে সামনে বসিয়ে মাথায় হাত রাখুন (হাত রাখতে না পারলে সমস্যা নেই)।
২. নিচের সুরাগুলো বারবার পড়ে পড়ে ফুঁ দিন:
-
সূরা ফাতিহা
-
আয়াতুল কুরসি
-
সূরা ইখলাস
-
সূরা ফালাক
-
সূরা নাস
⏳ সময়: অন্তত ১০–১৫ মিনিট।
📿 পড়ার দোয়া (২টি)
১.
أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
🔊 উচ্চারণ: উঈযুকুম বিকালিমা-তিল্লা-হিত্তাম্মাহ। মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হা-ম্মাহ, ওয়ামিন কুল্লি ‘আইনিন লা-ম্মাহ।
২.
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
🔊 উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান্ নাস, আযহিবিল বা’স, ইশফিহি ওয়া আনতাশ্ শাফী, লা শিফা-আ ইল্লা শিফাউক, শিফা-আন লা ইউগাদিরু সাকামা।
📅 দিনে ২–৩ বার এমনভাবে রুকইয়াহ করুন।
🛁 রুকইয়াহ গোসল
কীভাবে করবেন:
-
গোসলের পানিতে উপরোক্ত ৫টি সূরা যতবার ইচ্ছা পড়ুন ও ফুঁ দিন।
-
ঐ পানি দিয়ে বাচ্চাকে গোসল করান।
-
গোসল আবশ্যক নয়, সমস্যা বেশি হলে করবেন।
💧 পানি খাওয়ানো
-
রুকইয়াহ পানি তৈরি করে বাচ্চাকে দিনে ২–৩ বার খাওয়ান।
-
এটিও আবশ্যক নয়, তবে উপকারি।
⚠️ বিশেষ পরামর্শ
১. নজর দেয়া ব্যক্তির অযুর পানি ব্যবহার:
যদি মনে হয় নজর লেগেছে, তাহলে ওই ব্যক্তির অযুর পানি নিয়ে বাচ্চার গায়ে ঢালুন। ইনশাআল্লাহ দ্রুত উপকার পাবেন।
২. মায়ের মাধ্যমে সমস্যা:
-
অনেক সময় বাচ্চার সমস্যা মায়ের মধ্যকার সমস্যার কারণে হতে পারে।
-
বিশেষ করে যদি বাচ্চা দুধ খেতে না চায়, তাহলে মা নিজেও সেলফ রুকইয়াহ করতে পারেন।
👉 সেলফ রুকইয়াহ গাইড – বদনজর
🛡️ বাচ্চার হিফাজতের নিয়মিত আমল
-
ফরজ ও ওয়াজিব ইবাদত ঠিকমতো পালন করুন।
-
সকাল-সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়ুন।
-
বাচ্চাকে ৩ কুল পড়ে ফুঁ দিন।
👉 মাসনুন আমল: যাদু, জ্বিন ও অন্যান্য ক্ষতি থেকে রক্ষা
🏠 ঘরের আদব ও নিরাপত্তা
-
সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ করুন।
-
চেহারাওয়ালা খেলনা/পুতুল ঘরে রাখবেন না।
-
সন্ধ্যায় বাচ্চাকে বাইরে থাকতে দেবেন না।
👉 জ্বিন ও শয়তান থেকে আত্মরক্ষা
🤲 দোয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার সন্তানকে হেফাজতে রাখুন। বদনজর, জ্বিন বা যাদুর যেকোনো ক্ষতি থেকে আল্লাহ্ পাক তাদের সুরক্ষা দান করুন। আমীন।
#বাচ্চাদের_রুকইয়াহ #নজর #বদনজর #সেলফ_রুকইয়াহ #রুকইয়াহ_গাইড #রুকইয়াহ_পানি #রুকইয়াহ_গোসল #সন্তান_হেফাজত