🛡️ সেলফ ডায়াগনোসিস করুন

জাদু, জ্বিন, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যা কি আপনার আছে?
মাত্র ২ মিনিটেই যাচাই করুন!

সিহরের কমন রুকইয়াহ ‌| যাদুর সাধারণ চিকিৎসা

 যাদু / ব্ল্যাক ম্যাজিক / বান মারার জন্য রুকইয়া:

 

যাদু আক্রান্ত হলে কীভাবে বুঝবেন? — লক্ষণ ও নিরাময়

জীবনে নানা সমস্যা শরীর ও মনকে দুর্বল করে ফেলে। অনেক সময় এর পেছনে থাকতে পারে অদৃশ্য কোনো শক্তি — যাদু বা সিহর। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি বাস্তব এবং কুরআনের রুকইয়া পদ্ধতির মাধ্যমে যাদু থেকে মুক্তি পাওয়া যায়। নিচে যাদু আক্রান্ত হওয়ার লক্ষণ ও নিরাময়ের সহজ পদ্ধতি দেয়া হলো।

 

যাদু আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণ

রুকইয়ার আয়াত বা অডিও শুনলে নিচের লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তবে বুঝবেন যাদুর প্রভাব রয়েছে:

  • প্রচণ্ড মাথাব্যথা ও পেটব্যথা

  • বুক ধড়ফড় করা ও অস্থিরতা

  • বমি বমি ভাব বা বমি হওয়া

  • শরীর দুর্বল ও অবশ হয়ে যাওয়া

  • অকারণে বিরক্তি, রাগ বা অবসাদ

  • রাতে ভয় পাওয়া বা খারাপ স্বপ্ন দেখা

  • হাত-পা ও পিঠে ব্যথা

     

যাদু শনাক্তকরণ ও পরীক্ষা পদ্ধতি

১. দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে রোগমুক্তির জন্য দোয়া করুন।
২. ইস্তিগফার ও দরুদ শরিফ পাঠ করুন।
৩. হাতে একটি বোতল পানি নিয়ে সিহরের রুকইয়া (অডিও ৩ নম্বর) অথবা সাধারণ রুকইয়া (অডিও ১১ থেকে ২০ নম্বরের যেকোনো) শুনুন।
৪. যদি লক্ষণগুলো অনুভব করেন, তবে নিশ্চিত হোন যে আপনি যাদু আক্রান্ত।

 

যাদু থেকে মুক্তির সহজ ও কার্যকর রুকইয়া পদ্ধতি

১. নিয়ত ঠিক করে ইস্তিগফার ও দরুদ শরিফ পড়া শুরু করুন।
২. একটি বোতল পানি নিন, নিচের আয়াতগুলো পড়ে বোতলে ফুঁ দিন:

  • 🔹 সুরা আ'রাফ (৭: ১১৭–১২২)
    وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ – فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ – فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ – وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ – رَبِّ مُوسَىٰ وَهَارُونَ –
    উচ্চারন শুনুন সুরা আ’রাফ ১১৭-১২২ 

     

  • 🔹 সুরা ইউনুস (১০: ৮১–৮২)
    فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ – وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ –
    উচ্চারন শুনুন ইউনুস ৮১-৮২

     

  • 🔹 সুরা ত্বাহা (২০:৬৯)
    وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ –
     


    ৩. এরপর আয়াতুল কুরসি, সুরা ফালাক ও নাস তিনবার পড়ুন ও ফুঁ দিন।
    ৪. সকালে ও বিকালে পানি খান এবং গোসলের পানিতে মিশিয়ে গোসল করুন।
    ৫. তিন থেকে সাত দিন বা প্রয়োজনে আরও বেশি দিন নিয়ম চালিয়ে যান।
    ৬. প্রতিদিন অন্তত দেড় থেকে দুই ঘণ্টা রুকইয়া শুনুন (১ ঘণ্টা  ১১ থেকে ২৩ নং পর্যন্ত রুকইয়াহ এবং ১ ঘণ্টা সুরা ইখলাস, ফালাক, নাস)। নিজে তিলাওয়াত করতে পারলে আরও ভালো।

     

সুরক্ষা ও অতিরিক্ত পরামর্শ

 

যাদুর বস্তু বা তাবিজ পাওয়া গেলে করণীয়

  • আয়াতগুলো পড়ে পানি ভর্তি বোতলে ফুঁ দিন।
  • সেই পানিতে তাবিজ বা যাদুর বস্তু ডুবিয়ে রাখুন।

  • পরে সেটি পুড়িয়ে দিন বা মানুষ চলাচল করেনা এমন যায়গায় ফেলে দিন।

 

নিয়মিত রুকইয়া চালিয়ে গেলে ইনশাআল্লাহ সুস্থতা আসবে

প্রথম সপ্তাহেই উন্নতির লক্ষণ পাওয়া যায়, তবে ধৈর্য ধরে মাসখানেক নিয়মিত রুকইয়া ও দোয়া চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ইসলামি অভিজ্ঞদের পরামর্শ নিন।


আল্লাহ আমাদের সবাইকে যাদু থেকে সুরক্ষা দান করুন। আমিন।
 
 
 

কার্টেসি: রুকইয়াহ সাপোর্ট গ্রুপ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.