🛡️ সেলফ ডায়াগনোসিস করুন

জাদু, জ্বিন, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যা কি আপনার আছে?
মাত্র ২ মিনিটেই যাচাই করুন!

মাসনুন আমল: যাদু, জ্বিন এবং অন্যান্য ক্ষতি থেকে বাচার উপায়

যাদু ও জ্বিন-শয়তানের ক্ষতি থেকে বাঁচতে মাসনুন আমল ও দোয়া (Sunnah-Based Protection Guide)



🕌 ভূমিকা

বিসমিল্লাহ!
শুধু যাদুগ্রস্তরাই নন—আমাদের সবারই উচিত রাসুল ﷺ শিখিয়ে যাওয়া সুন্নাহসম্মত আমল (মাসনুন যিকর ও দোয়া) পালন করা, যাতে আমরা জাদু, জ্বিন, বদনজর ও শয়তানের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতে পারি। এসব আমলের বড় সুফল হলো—আল্লাহর ওপর তাওয়াককুল (ভরসা) দৃঢ় হয়।


🌅 সকাল-সন্ধ্যার আমল

১. উচ্চারণ: আ'উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক।

আরবি:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
📌 ফজিলত: সকালে ও সন্ধ্যায় ৩বার পাঠ করলে যাদু ও বিষসহ যাবতীয় ক্ষতি থেকে হিফাজত।
সূত্র: তিরমিযী, ৩৫৫৯


২. উচ্চারণ: বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াদ্বুররু মা‘আসমিহী, শাইউং ফিলআরদ্বী ওয়ালা- ফিসসামা-ই, ওয়াহুওয়াস সামি’উল ‘আলীম।

بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ


📌 ফজিলত: সকাল-সন্ধ্যায় ৩বার পাঠ করলে যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকবেন।
সূত্র: তিরমিযী, ৩৩৩৫


৩. 

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
📌 ফজিলত: সন্ধ্যায় ৭বার পড়লে আল্লাহ তা'আলা যথেষ্ট হয়ে যাবেন।
সূত্র: আবু দাউদ


৪. সুরা ইখলাস, ফালাক, নাস

📌 ফজিলত: সকাল-সন্ধ্যায় ৩বার করে পাঠে সব অনিষ্ট থেকে হিফাজত।
সূত্র: আবু দাউদ


৫. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর

আরবি: 

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ، وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

📌 ফজিলত: দিনে ১০০বার পড়া জিন-শয়তানের বিরুদ্ধে শক্তিশালী আমল।
সূত্র: বুখারী, মুসলিম, আবু দাউদ

৬. আয়াতুল কুরসি

📌 ফজিলত: প্রতিদিন সকাল-সন্ধ্যায় ১বার পাঠে জিন-শয়তানের হেফাজত।
সূত্র: হাকিম ১/৫৬২

 

  ঘুমের আগের আমল

  • ওযু করে ঘুমানো (ফিরিশতা দোয়া করে)

  • বিছানা ঝেড়ে নেয়া

  • আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত

  • ইখলাস, ফালাক, নাস পড়ে শরীরে হাত বুলানো
    সূত্র: বুখারী, মুসলিম


🕰 অন্যান্য সময়ের আমল

১. আজওয়া খেজুর

📌 সকালে ৭টি খেলে সেদিন বিষ বা যাদুর ক্ষতি হবে না।
সূত্র: বুখারী

২. ঘুমের মাঝে ভয় পেলে বা দুঃশ্চিন্তায় এই দোয়া পড়ুন: 

 

أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرّ عِبَادِهِ ، ومِنْ هَمَزَاتِ الشّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ

আ‘ঊযু বিকালিমা-তিল্লাহিত্তা-ম্মাতি মিন্ গাদ্বাবিহি ওয়া ইক্বা-বিহি ওয়া শাররি ‘ইবা-দিহি ওয়ামিন হামাযা-তিশ্শায়া-ত্বীনি ওয়া আন ইয়াহ্দুরূন।


📌 ফজিলত: সব ধরনের অশরীরী ও খারাপ শক্তির প্রভাব থেকে মুক্তি।

৩. টয়লেটে প্রবেশের দোয়া 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ

আল্লা-হুম্মা ইন্নী আ’উযুবিকা, মিনাল খুবসি ওয়াল খবা-ইছ। অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি খারাপ জ্বিন ও খারাপ পরী থেকে। (সহীহ মুসলিম, ৩৭৫)

 


📌 জিন-শয়তান থেকে আশ্রয়ের জন্য।
সূত্র: সহীহ মুসলিম, ৩৭৫

৪. বিয়ের প্রথম রাতে দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

[*] এবিষয়ে প্রচলিত একটি ভুল ধারণা হচ্ছে, অনেকে এটি স্ত্রীর মাথায় হাত রেখেই পড়তে হবে। কিছু হাদিসে মাথায় হাত রেখে পড়ার কথা থাকলেও, প্রসিদ্ধ হাদিসগুলোতে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে শুধু পড়ার কথা আছে। (সুনানে আবি দাউদ ২২৪৩ এবং ইবনে মাযাহ ১৯০৮ দ্রষ্টব্য)


📌 স্ত্রী ও বৈবাহিক জীবনে বরকতের জন্য।

৫. সহবাসের পূর্বে দোয়া

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ শাইত্বা-না, ওয়া জান্নিবিশ্-শাইত্বানা মা-রযাকতানা। (বুখারী, ৪৮৭০)

📌 শয়তানের অনিষ্ট থেকে হেফাজতের জন্য।
সূত্র: বুখারী ৪৮৭০

৬. মসজিদে প্রবেশের দোয়া

أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيْمِ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: মসজিদে প্রবেশের সময় কেউ এটা পড়লে শয়তান বলে, এই ব্যক্তি আজ সারাদিনের জন্য আমার থেকে রক্ষা পেয়ে গেল। (সুনানে আবি দাউদ, ৩৯৩)


📌 শয়তান বলবে, “এই ব্যক্তি আজ আমার হাত থেকে রক্ষা পেয়ে গেছে।”
সূত্র: আবু দাউদ ৩৯৩

৭. বিসমিল্লাহ বলা

  • দরজা-জানালা বন্ধ করার সময়

  • ঘরে ঢোকার সময়

  • খাওয়ার শুরুতে
    📌 শয়তান প্রবেশ করতে পারে না।


✨ উপসংহার

প্রতিদিন নিয়মিত এসব মাসনুন আমল পালন করলে আল্লাহর ইচ্ছায় আপনি থাকবেন শয়তান, জ্বিন, যাদু এবং দুনিয়ার অশুভ প্রভাব থেকে নিরাপদ।
আল্লাহ আমাদের এসব আমলকে সহজ করে দিন এবং কবুল করুন। আমিন।


📥 আপনি চাইলে এই দোয়াগুলোর ইমেজ বা পিডিএফ ডাউনলোড করতে পারেন:
➡️ Download PDF from ruqyahbd.org


zikr মাসনুন আমল: যাদু, জ্বিন এবং অন্যান্য ক্ষতি থেকে বাচার উপায় : যাদুগ্রস্ত ১২

download hd quality image


কার্টেসি: আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.