🛡️ সেলফ ডায়াগনোসিস করুন

জাদু, জ্বিন, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যা কি আপনার আছে?
মাত্র ২ মিনিটেই যাচাই করুন!

বাড়িতে জিনের সমস্যা?

বাড়িতে জিনের উৎপাত? সহজ ও ইসলামি পদ্ধতিতে সমাধান নিন

অনেক সময় আমাদের আশেপাশের কোনো বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। অনেকেই তখন বুঝে উঠতে পারেন না, এসবের পেছনে কোনো অদৃশ্য মাখলুক, যেমন জিন জড়িত কি না।

এ পোস্টে আপনি জানতে পারবেন—
👉 কীভাবে বুঝবেন আপনার বাসায় জিনের উৎপাত আছে?
👉 কী কী ইসলামি ও সুন্নাহসম্মত পদ্ধতিতে জিন তাড়ানো যায়?
👉 ভবিষ্যতে কীভাবে আপনার ঘরকে নিরাপদ রাখবেন?

 

[ক] বাড়িতে জিনের উৎপাতের কিছু সাধারণ লক্ষণ

জিনের উপস্থিতি টের পাওয়ার কিছু সাধারণ লক্ষণ হলো:

✅ ঘরে ছায়া বা অদ্ভুত আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা
✅ ফাঁকা ঘর বা ছাদ থেকে ডাক আসা
✅ রাতে রান্নাঘর বা ছাদে মানুষের মত আওয়াজ
✅ দরজা-জানালায় ধাক্কা বা ফ্যান-লাইট নিজে নিজে চালু হওয়া
✅ জিনিসপত্র অদৃশ্য হয়ে যাওয়া বা বারবার অগোছালো হয়ে যাওয়া
✅ ঘুমানোর সময় কম্বল টানা বা বিরক্ত করা
✅ কুকুরদের অস্বাভাবিক ডাকাডাকি

 

[খ] জিনদের নিয়ে আমাদের কী জানা উচিত?

  • জিনরাও এই পৃথিবীর বাসিন্দা, তাই আশেপাশে থাকা স্বাভাবিক।

  • তারা যতক্ষণ আমাদের ক্ষতি করছে না, ততক্ষণ ঝামেলা না করাই ভালো।

  • দোয়া-যিকর-তিলাওয়াত হচ্ছে তাদের থেকে বাঁচার সবচেয়ে ভালো পদ্ধতি।

  • কোনো নির্দিষ্ট পদ্ধতি সবসময় চিরস্থায়ী সমাধান নয় — নিয়মিত আমলেই নিরাপত্তা নিশ্চিত হয়।

 

[গ] জিন তাড়ানোর কার্যকর ও ইসলামি পদ্ধতি

🔹 ১ম পদ্ধতি: সুলাইমান আ. এর নামে জিনদের শপথ করানো

তিনজন মিলে বাড়ির সমস্যা এলাকাগুলোতে গিয়ে এই দোয়াটি জোরে জোরে বলুন:

أُنَاشِدُكُمْ بِالْعَهْدِ الَّذِيْ أَخَذَهُ عَلَيْكُمْ سُلَيْمَانَ أَنْ تَرْحَلُوْا وَتَخْرُجُوْا مِنْ بَيْتِنَا أُنَاشِدُكُمُ اللّٰهُ أَنْ تَخْرُجُوْا وَلَا تُؤْذُوْا أحَدًا

বাংলা অর্থ: “আমি তোমাদের সেই ওয়াদার জন্য আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যে ওয়াদা সুলাইমান আ. তোমাদের থেকে নিয়েছেন। আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা বের হয়ে যাও আর কারো কোনো ক্ষতি করো না।”

📌 পরপর তিন দিন বলবেন। আরবির পাশাপাশি বাংলা অর্থও বলুন।

 

🔹 ২য় পদ্ধতি: দোয়া পড়ে পানি ছিটানো

১. একটি বড় পাত্রে পানি নিন
2. নিচের দোয়াটি পড়ুন (পিকচার আকারে দেওয়া যেতে পারে):

بِسْمِ اللّٰهِ ، اَمْسَيْنَا بِا للّٰهِ الَّذِيْ لَيْسَ مِنْهُ شَيْءٌ مُمْتَنِعٌ ، وَبِعِزَّةِ اللّٰهِ الَّتِيْ لَا تُرَامُ وَلَا تُضَامُ، وَبِسُلْطَانِ اللّٰهِ الْمَنِيْعِ نَحْتَجِبُ، وَبِأَسْمَائِهِ الْحُسْنٰى كُلِّهَا عَائِذٌ مِّنَ الْأَبَالِسَةِ ، وَمِنْ شَرِّ شَيَاطِيْنِ الْإِنْسِ وَالْجِنِّ ، وَمِنْ شَرِّ كُلِّ مُعْلِنٍ اَوْ مُسِرٍّ ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ بِاللَّيْلِ وَيَكْمُنُ بِالنَّهَارِ ، ويَكْمُنُ بِاللَّيْلِ و يَخْرُجُ بِالنَّهَارِ ، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ ، وَمِنْ شَرِّ اِبْلِيْسِ وَجُنُوْدِهِ ، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ اَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ، اَعُوْذُ بِمَا اسْتَعَاذَ بِهٖ مُوْسٰى ، وَعِيْسٰى ، وَاِبْرَاهِيْمَ الَّذِيْ وَفّٰى ، وَمِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأَ ، وَمِنْ شَرِّ اِبْلِيْسِ وَجُنُوْدِهِ ، وَمِنْ شَرِّ مَا يَنْبَغِيْ،

bari theke jinn taranor doa বাড়িতে জিনের সমস্যা?
পিকচারটি ডাউনলোড করতে ক্লিক করুন

এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সুরা সফফাত এর প্রথম ১০ আয়াত পড়ুন,

اعوذ بالله من الشيطن الرجيم – بسم الله الرحمن الرحيم
وَالصَّافَّاتِ صَفًّا (1) فَالزَّاجِرَاتِ زَجْرًا (2) فَالتَّالِيَاتِ ذِكْرًا (3) إِنَّ إِلَهَكُمْ لَوَاحِدٌ (4) رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ (5) إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ (6) وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ (7) لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ ( 8 ) دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ (9) إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ (10)

  1. পানি ফুঁ দিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে দিন 

🌀 সম্ভব হলে আযান দিতে পারেন।প্রয়োজনে এটি কয়েকদিন চালিয়ে যান।

💡 পরামর্শ: যদি সমস্যা জাদুর কারণে হয়, তাহলে এর সঙ্গে সিহরের আয়াতগুলোও (আরাফ ১১৭-১২২, ইউনুস ৮১-৮২, ত্বহা ৬৯, ফালাক, নাস) পড়ুন।

 (উপরের পদ্ধতিগুলো ইবনুল কায়্যিম রহ. উনার ﺍﻟﻮﺍﺑﻞ ﺍﻟﺼﻴﺐ ﻓﻲ ﺍﻟﻜﻠﻢ ﺍﻟﻄﻴﺐ ‏ কিতাবে বর্ণনা করেছেন, এছাড়া শাইখ ওয়াহিদ বালিসহ আরও কিছু আলেমদের থেকে এই আলোচনা পাওয়া যায়।)

 

🔹 ৩য় পদ্ধতি: তিনদিন সুরা বাকারা তিলাওয়াত

হাদিস অনুযায়ী, যদি কোনো বাড়িতে পরপর তিনদিন সুরা বাক্বারা তিলাওয়াত করা হয়, তাহলে সেখান থেকে জিন ও শয়তান পালিয়ে যায়
👉 নতুন বাড়ি হলে শুরুতেই এই আমল করুন।

 

[ঘ] ভবিষ্যতে জিনের উৎপাত ঠেকাতে যা করবেন

✅ ঘরে ইসলামী পরিবেশ বজায় রাখুন
✅ প্রাণীর ছবি বা ভাস্কর্য ঘরে ঝুলিয়ে রাখবেন না
✅ বাসায় প্রবেশের সময় ও খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলুন
✅ প্রতিমাসে অন্তত একবার সুরা বাক্বারা পড়ুন
✅ ফজর-মাগরিবের পর সকাল-সন্ধ্যার যিকর করুন
✅ টয়লেটে ঢোকার দোয়া পড়ুন ও দরজা বন্ধ রাখুন
✅ ড্রয়ারে বা আলমারিতে কিছু রাখার সময় বিসমিল্লাহ বলুন

 

🕋 শেষ কথাঃ

জিন, শয়তান, বা দুষ্ট আত্মার উৎপাত থেকে মুক্তি পেতে হলে শুধু একবারের দোয়া নয়—নিয়মিত যিকর, তিলাওয়াত ও আমল করতে হবে। এসবের মাধ্যমেই আপনি নিজের ঘরকে করে তুলতে পারেন নিরাপদ আশ্রয়স্থল।

📥 চাইলে “রুকইয়ার আয়াত, দোয়া ও পিডিএফ” থেকে প্রয়োজনীয় সব কিছু এক জায়গায় পেতে পারেন।

 

✍️ লেখক: আব্দুল্লাহ আল মাহমুদ হাফিযাহুল্লাহ থেকে নেয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.