🛡️ সেলফ ডায়াগনোসিস করুন

জাদু, জ্বিন, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যা কি আপনার আছে?
মাত্র ২ মিনিটেই যাচাই করুন!

বরই পাতার গোসল

🧼 বরই পাতার গোসল – সিহরের (যাদু) জন্য একটি দারুণ কার্যকর চিকিৎসা

আপনার জীবনে হঠাৎ করেই সবকিছু এলোমেলো?
মাথা ব্যথা, ঘুমের সমস্যা, সংসারে ঝামেলা, কাজে বাঁধা —
এমনটা হলে হতে পারে জাদুর প্রভাব, অর্থাৎ সিহর

👉 এর চিকিৎসা আছে! আর সবচেয়ে সহজ, পরীক্ষিত ও কার্যকর চিকিৎসাগুলোর মধ্যে বরই পাতার রুকইয়ার গোসল অন্যতম — অনেক আলেম এটাকে ১ নম্বরে রেখেছেন!

 

💧 বরই পাতার গোসলের সহজ পদ্ধতি:

কী কী লাগবে:

  • ১ বালতি গোসলের পানি

  • ৭টি বরই পাতা (সবুজ হলে ভালো, না থাকলে যেটা পান সেটাই)

  • একটি পাটায় পিষে নিন

📌 যদি বরই পাতা না পান, তাহলে কর্পূর পাতা বা সামান্য কর্পূর ব্যবহার করা যেতে পারে। তবে বরই পাতা-ই উত্তম।

 

📖 এরপর নিচের কুরআনের আয়াতগুলো পড়ুন:

(সকল আয়াত ৩ বার করে)

১. সুরা ফাতিহা
২. আয়াতুল কুরসি
৩. সুরা ইখলাস
৪. সুরা ফালাক
৫. সুরা নাস

🟩 যদি আরও সময়/সুযোগ থাকে, তাহলে নিচের “সিহরের আয়াতগুলো”ও পড়তে পারেন:

৬. সুরা আরাফ – আয়াত 117–122
৭. সুরা ইউনুস – আয়াত 81–82
৮. সুরা ত্বহা – আয়াত 69

📌 ফুঁ দিবেন পড়ার মাঝে মাঝে পানিতে।

 

🥣 এরপর কী করবেন?

১. পড়া শেষে পানির মধ্যে ৩ ঢোক পান করুন
২. বাকি পানি দিয়ে গোসল করুন
– যদি বালতির পানি খাওয়ার উপযুক্ত না হয়,
তাহলে আলাদা পাত্রে খাওয়ার পানি রেখে তাতে বরই পাতা ও ফুঁ দিন।

⚠️ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • এই পানি আগুনে গরম করবেন না, অন্য পানি মেশাবেন না

  • ✅ শীতে চাইলে হালকা গরম পানিতে পাতাগুলো গুলিয়ে নিতে পারেন

  • 🏡 দোয়াগুলো গোসলখানার বাইরে পড়ে ফুঁ দিন

  • ✅ চাইলে শেষ গোসলের পর সাধারণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন

 

💡 কতোদিন করবেন?

➡️ প্রথমদিন থেকেই ইনশাআল্লাহ উপকার পাবেন।
➡️ তবে সমস্যা অনুযায়ী ৩, ৭ বা ২১ দিন পর্যন্ত করতে পারেন।
➡️ প্রতিদিন এই নিয়মে গোসল করলে ধীরে ধীরে যাদুর প্রভাব কেটে যাবে।


🤲 শেষ কথা:

আল্লাহর কিতাবেই রয়েছে সব শিফা।
সঠিক আমল ও বিশ্বাসের সাথে বরই পাতার এই গোসল করলে জাদু ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে।
সবচেয়ে বড় কথা, আল্লাহর সাহায্য চেয়ে নিন, তাহলেই মিলবে মুক্তি।

🖋️ কার্টেসি: শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ (হাফিযাহুল্লাহ)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.